Google Doc-এ আপনি দু’ভাবে লিখতে পারেন, ১) অনলাইন অথবা ২) অফলাইন। অফলাইনের ক্ষেত্রে আপনাকে কম্পুটারে Google Drive ইন্সটল্ করতে হবে।
Google Drive ইন্সটল্ করতে হলে নীচের লিংকে click করুন।
অনলাইনে কাজ করার ক্ষেত্রে Google Doc-এ আপানাকে কিছু settings পরিবর্তন করতে হবে। নীচে দেওয়া ছবি এবং নির্দেশ অনুযায়ী settings পরিবর্তন করুন।
১)প্রথমে আপনার Google account settings click করে change language settings for other Google products-এ click করুন।
২) এরপর একটা নতুন tab নীচের ছবির মত খুলে যাবে। ছবিতে highlight করা select language-এ click করুন।
৩) এরপর নীচের ছবির মত বাংলা select করে click এবং save করুন।
৪) Input tools-এ enable button-টা click করুন।
৫) English এবং বাংলা box দুটোয় click করে save করুন।
৬) এরপর Input Tools খুললে নীচের ছবির মত দেওয়া box গুলোয় select করে Done button-টা click করুন।
৭) Google Drive- create button-এ create Google Docs click করলে নীচের ছবির মত একটা page খুলে যাবে যেখানে type করে word documents তৈরি করতে পারবেন। নীচের highlight করা keyboard settings-এ click করে বাংলা select করলে English হরফে বাংলা শব্দ type করলে বাংলা type করতে পারবেন।
আপনাকে ইমেইল শুধুমাত্র Bigyan.Org.In এর খবরাখবর পাঠানোর জন্য ব্যবহৃত হবে। আপনার তথ্য আমাদের কাছে সুরক্ষিত।