‘বিজ্ঞান’-এ প্রকাশিত লেখার পুণঃপ্রকাশ সংক্রান্ত নিয়ম নীতি
‘বিজ্ঞান’ (bigyan.org.in)-এর উদ্দেশ্য হল বাংলা ভাষায় বিজ্ঞানের প্রসার। সেই উদ্দেশ্যে ‘বিজ্ঞান’-এর সম্পাদকমন্ডলী গবেষণা জগতে প্রচলিত peer-review পদ্ধতিতে লেখাগুলির গুণমান বিচার ও সম্পাদনা করেন। ‘বিজ্ঞান’ একটি অব্যবসায়িক উদ্যোগ। ‘বিজ্ঞান’-এর লেখাগুলির স্বত্ব বা কপিরাইট পলিসি নিচে উল্লেখ করা হল।
‘বিজ্ঞান’-এ প্রকাশিত লেখাগুলোর স্বত্ব বা কপিরাইট কার?
‘বিজ্ঞান’-এ প্রকাশনার জন্য রিভিউ এবং এডিট হওয়ার আগের ভার্সানের কপিরাইট সম্পূর্ণভাবে সেই লেখকের। অর্থাৎ, ‘বিজ্ঞান’-এ এডিট হয়নি বা প্রকাশিত হয়নি, বা রিভিউয়ারের মতামতের ভিত্তিতে পরিবর্তিত হয়নি, এমন ভার্সান লেখক যেকোন জায়গায় প্রকাশ করতে পারবেন, non-profit বা for-profit যেকোন উদ্যোগে।
‘বিজ্ঞান’-এর রিভিউ এবং এডিট হওয়ার পর লেখাটির যে রূপ দাঁড়ায় তার পিছনে লেখকের সাথে সম্পাদকমন্ডলী, রিভিউয়ার, বিভিন্ন শিল্পী – সবার পরিশ্রম আছে। তাই এই ভার্সানের কপিরাইট শুধু লেখকের নয়, সামগ্রিকভাবে ‘বিজ্ঞান’ পত্রিকার। এই ভার্সানটি অন্য কোথাও প্রকাশ করতে চাইলে নিচের নিয়মাবলী দেখুন।
‘বিজ্ঞান’ ওয়েবসাইটে (bigyan.org.in) প্রকাশিত লেখা আপনার ওয়েবসাইটে পুণঃপ্রকাশ করতে হলে
লেখার শিরোনাম
[আপনি লেখাটির সারাংশ নিজের ভাষায় লিখতে পারেন। অথবা মূল লেখা থেকে কোটেশান বা উদ্ধৃতি এখানে দিতে পারেন। একটা লেখার মধ্যে সর্বোচ্চ একশো শব্দের উদ্ধৃতি দিতে পারেন। ]
এরপর মূল লেখাটির লিঙ্ক দিয়ে দিন, ‘বিজ্ঞান’-এর ওয়েবসাইটে যাওয়ার জন্য। লিঙ্ক-সহ বাক্যটি যেন এরকম হয়: “মূল লেখাটি পড়তে ‘বিজ্ঞান’ পত্রিকার এই লিঙ্কটিতে [insert link] ক্লিক করুন।”
এই লেখাটি ‘বিজ্ঞান’ (www.bigyan.org.in) পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মূল লেখার লিঙ্ক হল [LINK দিয়ে দিন]। ‘বিজ্ঞান’ বাংলাভাষায় বিজ্ঞানপ্রসারের জন্য বিশ্বের সেরা কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে থাকা বাঙালী বিজ্ঞানী ও বিজ্ঞানপ্রেমী দ্বারা পরিচালিত একটি অব্যবসায়িক উদ্যোগ।”
‘বিজ্ঞান’ ওয়েবসাইটে (bigyan.org.in) প্রকাশিত লেখা আপনার প্রিন্ট পত্রিকায় পুণঃপ্রকাশ করতে হলে
‘বিজ্ঞান’ ওয়েবসাইটে প্রকাশিত কোন লেখা আপনি যদি non-profit পত্রিকায় প্রকাশ করতে চান তাহলে আমাদের ইমেইলে জানান ([email protected])। এক্ষেত্রে কয়েকটি নিয়ম প্রযোজ্যঃ
এই লেখাটি ‘বিজ্ঞান’ (www.bigyan.org.in) পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মূল লেখার লিঙ্ক হল [LINK দিয়ে দিন]। ‘বিজ্ঞান’ বাংলাভাষায় বিজ্ঞানপ্রসারের জন্য বিশ্বের সেরা কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে থাকা বাঙালী বিজ্ঞানী ও বিজ্ঞানপ্রেমী দ্বারা পরিচালিত একটি অব্যবসায়িক উদ্যোগ।”
‘বিজ্ঞান’-এ প্রকাশিত লেখার লেখকদের প্রতি
আপনার লেখা যদি ‘বিজ্ঞান’-এ প্রকাশিত হয়ে থাকে এবং অন্য কোন পত্রিকা বা ওয়েবসাইট সেই লেখা পুণঃপ্রকাশ করতে আপনার অনুমতি চান, তাহলে নিচের নিয়মগুলো মেনে আপনি সেই লেখা পুণঃপ্রকাশের অনুমতি দিতে পারেন।