Tag: quantum Turing machine
কোয়ান্টাম কম্পিউটিং: ব্যাপারখানা কী! (২)

এই কম্পিউটার এমন শক্তিশালী যে অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিমেষে ভেঙে ফেলতে পারে! খুব কম তাপমাত্রায় পদার্থের ধর্ম যে বিজ্ঞান মেনে চলে সেই কোয়ান্টাম মেকানিক্সকে কাজে লাগিয়ে অসাধারণ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার তৈরি করা যায় কিনা, সেই নিয়ে গবেষণা চলছে পুরোদমে। চার পর্বের এই লেখায় আলোচিত হয়েছে কম্পিউটিং-এর ইতিহাস থেকে আরম্ভ করে কোয়ান্টাম কম্পিউটিং-এর বর্তমান অবস্থা। আজ, দ্বিতীয় পর্বে আলোচিত হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং-এর মূল ভিত্তি ও প্রথম কোয়ান্টাম অ্যালগরিদম!