সূর্য থেকে একসাথে সব রঙের আলোই আসে পৃথিবীতে। তারপর রঙগুলো নানা কারণে ভাগ হয়ে যায়। আবার পৃথিবীতে অনেক বস্তুই নানা রঙের আলো ছড়ায়। সব মিলিয়ে প্রকৃতিতে চলে রঙের খেলা। নিচে রঙের উপর রইল কয়েকটা প্রশ্ন।
ফেব্রুয়ারী মাসের ক্যুইজের সঠিক উত্তর –
প্রশ্ন 1 – দেহের মধ্যে কোনোভাবে একটা ঘড়ি রয়েছে, যেটার একটা চক্র সম্পূর্ণ হলে ঘুমোনোর সিগনাল দেয়। আরও জানতে – দেহের ঘড়ি কি দিন-রাতের ছন্দ চেনে?
প্রশ্ন 2 – না, কারণ আমাদের দেহের ঘড়ির ছন্দ সূর্যের ওঠানামার ছন্দের থেকে আলাদা । আরও জানতে – দেহের ঘড়ির ছন্দ নির্ণয়।
প্রশ্ন 3 – অনেকদিন ধরে প্র্যাক্টিস করেছে। জোনাকি বাবা মা বাচ্চাদের ট্রেনিং দেয়। আরও জানতে – জোনাকিদের তালিম দেয় কে?
প্রশ্ন 4 – বুদ্বুদের পৃষ্ঠতলে (surface-এ) শক্তি জমা থাকে। আরও জানতে – পৃষ্ঠতল ও তার শক্তি।
সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন – Tanmoy Dutta, Ahana Mishra, Mainak Khan, suprovoray, Arjita। অনেক অভিনন্দন জানাই। এছাড়াও বাকী অনেকে অংশত সঠিক উত্তর দিয়েছেন। সকলের জন্য রইল শুভেচ্ছা ও ধন্যবাদ।