ডিসেম্বর মাসের ক্যুইজ ছিল কোষের রহস্যের উপর। সঠিক উত্তরগুলো হল –
প্রশ্ন 1 – কোষটা নিজেই নিয়ন্ত্রিতভাবে আত্মহত্যা করে। মৃত কোষটার অংশগুলোকে আশেপাশের কোষ গিলে নিয়ে নিজের কাজে লাগাতে পারে।
প্রশ্ন 2 – কোষের নিউক্লিয়াসে যে DNA রয়েছে, তার একটা অংশের কপি বানিয়ে সেটা থেকে প্রোটিন তৈরী করে।
প্রশ্ন 3 – দেহের মধ্যে ভাইরাসের খোলস থেকে বেরিয়ে থাকা কিছু প্রোটিন তৈরী করে যাতে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা পরেরবার ভাইরাসের দেহের সেই প্রোটিন দেখলেই শত্রুকে চিনতে পারে।
প্রশ্ন 4 – আই ভি এফ ক্লিনিকে ভ্রূণের থেকে প্রয়োজনমতো স্টেম কোষ নিয়ে নেওয়া হয়।
কোষের রহস্য নিয়ে বিজ্ঞান-এ অনেক লেখা প্রকাশিত হয়েছে। যেমন, প্রাণের স্বার্থে কোষের স্বেচ্ছামৃত্যু, স্টেম কোষ ও অঙ্গপ্রত্যঙ্গ পুনর্গঠনের সম্ভাবনা, গ্রীন ফ্লুওরেসেন্ট প্রোটিন (পর্ব ১) : কিছু ইতিহাস ইত্যাদি।
ডিসেম্বর মাসের ক্যুইজে সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন Piu Mandal, Souhardya Bisai, Swarajit Dhar, Nilanjana Maity। এছাড়াও অধিকাংশ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আরো অনেকে। অনেক অভিনন্দন জানাই । সকলের জন্য রইল শুভেচ্ছা ও ধন্যবাদ।
