প্রথমে বিগ ব্যাং, তারপর আস্তে আস্তে তৈরী হলো মহাশূন্যের একটা কাঠামো। যেখানে আছে গ্রহ-নক্ষত্র, গ্যালাক্সি, আমাদের পুচকে সৌরজগৎ। কীভাবে তৈরী হলো এগুলো? মহাবিশ্বের এই ইতিহাস আজকের দিনে বসে আমরা জানতে পারিই বা কীভাবে? সেই রহস্য ভেদ করতে আমরা বসলাম প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুচেতনা চ্যাটার্জির সাথে।