আলো আর অন্ধকার দেখে আমরা সময় বুঝতে পারি, বুঝতে পারি দিন না রাত্রি। কেবল মানুষ নয়, সমস্ত পশু, পাখি এমন কি গাছপালাও সেটা বুঝতে পারে। শুধু কি তাই, ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণুদের মধ্যেও আছে এই সময় চেনার সূক্ষ অনুভূতি। সময়ের সাথে তাল মিলিয়ে চলে মেটাবলিজম, সালোক সংশ্লেষ, গাছের পাতার গতিবিধি ইত্যাদি। সেই সঙ্গে চলে এক একটা কোষের বিভাজন এবং ড্রাগ অণুর সাথে মিথষ্ক্রিয়া। কী করে একটা ছোট্ট কোষ এই 24 ঘণ্টার হিসাব বোঝে এবং সেই মতো নিয়মিত কাজ করে চলে? নিচে রইল সেই মজাদার আড্ডার ভিডিও লিঙ্ক! National Centre for Biological Science (NCBS), Bengaluru-তে অধ্যাপক শাওন চক্রবর্তীর ল্যাবরেটরী থেকে সরাসরি!