30-10-2024 12:34:43 pm
Link: https://bigyan.org.in/science-with-cartoon-02
[১] প্রিয়াঙ্কা তার হাতব্যাগটা মাথার ওপর বনবন করে ঘোরাতে লাগলো।
যে মুহূর্তে ব্যাগটা P বিন্দুতে রয়েছে, সে ব্যাগের স্ট্র্যাপ-টা ছেড়ে দিলো। মাথার ওপর থেকে তোলা এই ছবিতে পাঁচটা পথ দেখানো হয়েছে। ব্যাগটার কোন পথে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি?
[২] ভিনগ্রহের খুদে প্রাণী আমাদের মান্ধাতার আমলের প্রযুক্তি শিখতে পৃথিবীতে এলো এবং পড়বি তো পড়, তাদের খুদে মহাকাশযানটা একটা রেকর্ড প্লেয়ার-এর রেকর্ডটার ওপর গিয়ে পড়লো। রেকর্ড-টা তখন প্লেয়ার-এর ওপর সমান কৌণিক দ্রুতিতে ঘুরছে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে একই কোণ ঘুরছে। এই অবস্থায় পুঁচকে মহাকাশযান-টা যখন রেকর্ড-এর উপর বসে পড়ে ঘুরতে শুরু করবে, তার ওপর ঘর্ষণ বল কোনদিকে কাজ করবে? ছবিতে ঘর্ষণ বলের চারটে সম্ভাব্য দিশা দেখানো হ’ল। (এমনিতে তো একটা বাক্স মেঝেতে ঘষ্টাতে থাকলে, ঘর্ষণ বল তার গতিপথের বিরুদ্ধে কাজ করে। এখানে কি হবে?)
[৩] একটা ট্রাক সমান দ্রুতিতে একটা পাহাড়ি উপত্যকার প্যাঁচালো রাস্তা দিয়ে চলেছে (সমান দ্রুতির অর্থ হলো প্রত্যেক সেকেন্ড-এ একই দূরত্ব অতিক্রম করছে)। ডানদিকের ছবিটাতে উপর থেকে তোলা ট্রাকের পথটা দেখানো হ’ল। ট্রাকটা যখন P বিন্দুতে রয়েছে, তখন তার ওপর ঘর্ষণ বল কোন দিকে? ছবিতে ঘর্ষণবলের চারটে সম্ভাব্য দিশা দেওয়া হয়েছে।
[৪] প্রিয়াঙ্কা একটা লরির পিছনে পা ছড়িয়ে বসে আছে। লরি স্পিড তুলছে ডানদিকে। লরির মেঝের ঘর্ষণ বল প্রিয়াঙ্কার ওপর কোন দিকে কাজ করবে?
[৫] একটা গাড়ি সমান দ্রুতিতে পাহাড়ে উঠছে। গাড়ির টায়ারের ওপর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? চারটে সম্ভাব্য দিশা দেওয়া হ’ল।
লেখাটি অনলাইন পড়তে হলে নিচের কোডটি স্ক্যান করো।
Scan the above code to read the post online.
Link: https://bigyan.org.in/science-with-cartoon-02