14-05-2025 14:35:08 pm

print

 
বিজ্ঞান - Bigyan-logo

বিজ্ঞান - Bigyan

বাংলা ভাষায় বিজ্ঞান জনপ্রিয়করণের এক বৈদ্যুতিন মাধ্যম
An online Bengali Popular Science magazine

https://bigyan.org.in

 

বিজ্ঞান ক্যুইজ - 5


%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%b2%e0%a7%80
বিজ্ঞান সম্পাদকমণ্ডলী

(Bigyan editorial team)

 
14 May 2025
 

Link: https://bigyan.org.in/quiz5

%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%87%e0%a6%9c-5

মহাকর্ষ বলের (gravity) প্রভাবে সূর্য, চাঁদ, পৃথিবী - সবাই ঘুরে চলেছে। মহাকর্ষ বল সম্বন্ধে আমাদের ধারণা কতটা ঠিক - যাচাই করে দেখা যাক?

Click for Quiz

এপ্রিল মাসের ক্যুইজ ছিল জলবায়ু পরিবর্তনের উপর। সঠিক উত্তরগুলো হল – 

প্রশ্ন 1 – দেড় ডিগ্রী হল পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা বৃদ্ধি। এর ফলে নানা সমস্যা বাড়তেই থাকবে। যেমন, প্রাকৃতিক দুর্যোগ বা extreme events বাড়তে থাকবে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকবে।

প্রশ্ন 2 – না,  এক বা দুই বছরের আবহাওয়ার ভিত্তিতে দীর্ঘমেয়াদি জলবায়ুর পরিবর্তন বিচার করা যায় না। গড় তাপমাত্রা বেড়েছে মানেই সব জায়গায়, সবসময় গরম পড়বে — এমন নয়।

প্রশ্ন 3 – গ্রীনহাউস গ্যাস পৃথিবী থেকে সব তাপ বিকিরিত হয়ে বেরিয়ে যেতে দেয় না। সূর্যের তাপ কিছুটা ধরে রেখে পৃথিবীকে বাসযোগ্য তাপমাত্রায় রাখে, যা প্রাণের বিকাশের জন্য দরকার।

প্রশ্ন 4 – খারাপ খবর, কারণ জলীয় বাষ্প নিজেই একটি শক্তিশালী গ্রীনহাউস গ্যাস, যা পৃথিবীকে আরও গরম করে — ফলে এটি একটি feedback loop তৈরি করে।

প্রশ্ন 5 –  না, কারণ একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে জলবায়ুর দীর্ঘমেয়াদি প্রবণতা বোঝা যায় না। এখন আগের থেকে অনেক ঘন ঘন রেকর্ড ভাঙছে, সেটাই জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত।

জলবায়ু পরিবর্তনের উপর বিজ্ঞান-এ অনেক লেখা ও কমিক্স প্রকাশিত হয়েছে। যেমন, জলবায়ু পরিবর্তন কীরকম দেখতে। আপনি যদি স্কুলের মাষ্টারমশাই হন, তাহলে আমাদের বানানো জলবায়ু পরিবর্তনের উপর এই প্রিন্ট-রেডি পোস্টারটিকে আপনার স্কুলের দেওয়ালে স্থান করে দিতে পারেন। 

সব কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন Sutanu Barman, Nilanjana Maity, Diptarup Mallick, Shreejita Haldar, Kuheli Roy, Uttam Das, Goutam Das, RAJ PAL, Arjita, Avijit Bera, Annesha Khamrui, Swarajit Dhar, Sourav Dey, Bhaskar maji, Rajes Jana। অনেক অভিনন্দন জানাই। এছাড়াও বাকী অনেকে অংশত সঠিক উত্তর দিয়েছেন। সকলের জন্য রইল শুভেচ্ছা ও ধন্যবাদ।

লেখাটি অনলাইন পড়তে হলে নিচের কোডটি স্ক্যান করো।

Scan the above code to read the post online.

Link: https://bigyan.org.in/quiz5

print

 

© and ® by বিজ্ঞান - Bigyan, 2013-25