23-11-2025 07:54:52 am
Link: https://bigyan.org.in/quiz11

অক্টোবর মাসের ক্যুইজ ছিল প্রযুক্তি বিজ্ঞান-এর উপর। সঠিক উত্তরগুলো হল –
প্রশ্ন 1 – Google সার্চ ইঞ্জিন বাকিদের থেকে অনেক বেশি প্রাসঙ্গিক রেজাল্ট দিত। অর্থাৎ, অনেক ভালো বুঝতে পারত কোন ওয়েবসাইটগুলো কাজে লাগবে যে সার্চ করছে, তার জন্য।
প্রশ্ন 2 – ভাইরাস।
প্রশ্ন 3 – Hydroponics পদ্ধতিতে খেয়াল রাখতে হয় যাতে শিকড়গুলো অক্সিজেন পায় — জলে অক্সিজেন পাম্প করে বা কিছুটা জলে কিছুটা বাতাসে রেখে।
প্রশ্ন 4 – সেখানে সাধারণ কম্পিউটারের ট্রানজিস্টর দিয়ে বানানো Bit শুধু 0 আর 1 এই দুটো সংখ্যা হতে পারে, কোয়ান্টাম কম্পিউটার অনেক বেশি সংখ্যা নিয়ে একসাথে কাজ করতে পারে।
প্রযুক্তি বিজ্ঞান নিয়ে বিজ্ঞান-এ লেখা ও পোস্টার প্রকাশিত হয়েছে। যেমন, জীবাণুদের সাথে আগামী দিনের যুদ্ধ কেমন হবে, গুগল এর প্রথম সাফল্য – পেজর্যাঙ্ক, জলে, শূন্যে, সর্বত্র চাষ, কোয়ান্টাম কম্পিউটিং-এর ইতিহাস ও ভবিষ্যৎ ইত্যাদি। সব কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন Md Aman, Swarajit Dhar, Piu Mandal, Souhardya Bisai, Nilanjana Maity – অনেক অভিনন্দন জানাই। এছাড়াও বাকী অনেকে অংশত সঠিক উত্তর দিয়েছেন। সকলের জন্য রইল শুভেচ্ছা ও ধন্যবাদ।
লেখাটি অনলাইন পড়তে হলে নিচের কোডটি স্ক্যান করো।
Scan the above code to read the post online.
Link: https://bigyan.org.in/quiz11