19-03-2025 05:23:55 am
Link: https://bigyan.org.in/poster-2-light
রামধনু দেখার পিছনে যে আকর্ষণীয় বিজ্ঞান রয়েছে, সেই গল্প পড়তে ‘বিজ্ঞান’-এর দ্বিতীয় পোস্টার বা দেওয়াল পত্রিকা ডাউনলোড কর/করুন ।
পেশাদার গ্রাফিক্স ডিজাইন সংস্থার সাথে মিলে গতবছর ‘বিজ্ঞান’ একটি নতুন উদ্যোগ নিয়েছিল নানা বিজ্ঞানভিত্তিক বিষয়ে পোস্টার বা দেওয়াল পত্রিকা তৈরির। জলবায়ু পরিবর্তনের উপর প্রথম পোস্টারটি স্থান পেয়েছিল অনেক স্কুলে। #BigyanPosters হ্যাশট্যাগ দিয়ে স্যোশাল মিডিয়াতে অনেক স্কুলের মাষ্টারমশাই তাঁদের ছাত্রছাত্রীরা দেওয়াল পত্রিকা পড়ছে, এমন ছবি পোস্ট করেছিলেন। এই ছবিগুলো আমাদের অনুপ্রাণিত করেছে। সেই অনুপ্রেরণা থেকে আমরা আরও নতুন পোস্টার নিয়ে আসার সংকল্প করেছি।
ভবিষ্যতে নতুন পোস্টারের খবর পেতে এই ফর্মটিতে আপনার ইমেইল ঠিকানা দিন।
এবারের পোস্টারে ধরা রইল, একটা খুব সাধারণ ঘটনা – রামধনু দেখে বিস্মিত হওয়া! রামধনুর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। কিন্তু, এই রামধনু দেখার পিছনে আলোর যে যাত্রাপথ – উৎস থেকে উপলব্ধিতে – সেটা কী ছাত্রছাত্রীরা সচরাচর ভেবে দেখে? এই পোস্টারের পাতায় ধরা রইল, সেই যাত্রার কাহিনী। এর বেশ কিছু অংশ পাঠ্যবইতে ছাত্রছাত্রীরা পড়ে। কিন্তু, পুরো গল্পটা একসাথে সচরাচর নজরে পড়ে না বলে আমাদের মনে হয়েছে, তাই আমাদের এই প্রচেষ্টা। এই দেওয়াল পত্রিকায় উঠে এসেছে নানা প্রশ্ন। সূর্যের ভিতর আলোটা তৈরী হচ্ছে কীকরে? সূর্য থেকে যে আলো বেরোয়, সেটা চোখে আসার আগে মাঝে কী কী বাধা পেরোতে হয়? সূর্য থেকে বেরোনো সব আলোটাই চোখে এলে ভালো হতো কি? চোখে কি ঘটছে রামধনুর রংগুলোর উপলব্ধি সৃষ্টি করতে?
আশা করি, আপনাদের নিজেদের ও প্রতিবেশি স্কুলে ছড়িয়ে দেবেন এই পোস্টারটি। পাতাগুলো পুরোপুরি প্রিন্ট-রেডি! এক একটি পাতা A4 কাগজে প্রিন্ট করে দেওয়ালে লাগিয়ে দিলেই দেওয়াল পত্রিকা তৈরি। প্রায় প্রতি পাতার নিচে রইল কিছু চিন্তা-ভাবনা করার মত প্রশ্ন। সেগুলো ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে ও মাষ্টারমশাইদের আলোচনা করবে – সেটা আমাদের আশা। প্রশ্নের উত্তর, ফীডব্যাক, ও পরবর্তী পোস্টার কোন বিষয়ে করলে আপনাদের ভালো লাগবে তার আইডিয়া মাথায় এলে [email protected] -এ ইমেইল করে জানান।
এই পোস্টারটি সাজিয়েছে bigyan.org.in-এর স্বেচ্ছাসেবীরা। মূল্যবান মতামত জানানোর জন্য কৃতজ্ঞতা জানাই ফলতা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক গোপাল মন্ডল মহাশয় এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (TIFR, Mumbai)-এর বিজ্ঞানী অধ্যাপক বাসুদেব দাশগুপ্ত-কে। দেওয়াল পত্রিকাটির অসামান্য সজ্জার জন্য ধন্যবাদ জানাই anonymous (কলকাতা) সংস্থাটিকে।
রামধনু দেখার পিছনে যে আকর্ষণীয় বিজ্ঞান রয়েছে, সেই গল্প পড়তে ‘বিজ্ঞান’-এর দ্বিতীয় পোস্টার বা দেওয়াল পত্রিকা ডাউনলোড কর/করুন ।
সকল পোস্টারগুলি পাওয়া যাবে এই পাতাতে।
রামধনুর বিজ্ঞান আরো গভীরে জানতে পড়/পড়ুন রামধনুর নানা বিস্ময় লেখাটি।
লেখাটি অনলাইন পড়তে হলে নিচের কোডটি স্ক্যান করো।
Scan the above code to read the post online.
Link: https://bigyan.org.in/poster-2-light