প্রতিদিন সোশাল মিডিয়া থেকে অজস্র খবর আমরা দেখতে বা শুনতে পাই। এদের মধ্যে অনেক খবর থাকে যে গুলোর সত্যতা সম্পর্কে আমাদের কোন ধারণা থাকে না। ফলে যে যার বিশ্বাস অনুযায়ী সেগুলোকে পছন্দ করে এবং চেনা পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেয়। আমরা ভাবিই না যে এই সব মেসেজের পিছনে কোন উদ্দেশ্য থাকতে পারে। সবাই তো আবার এক না। কেউ কেউ উৎস খুঁজে তারপরে অন্যকে পাঠায়। WhatsApp-এ একটা মেসেজ পেয়ে গজা ও পুঁটি তিনটি আলাদা পরিস্থিতিতে কি করলো তা নিয়েই আজকের জমজমাট পডকাস্ট হোয়াটসঅ্যাপ ফেক অর নট।