21-12-2024 16:53:17 pm
Link: https://bigyan.org.in/nature-watch-contest-004
6 মে 2024
গরমের ছুটি তো শুরু হয়ে গেল। যদিও এই দুর্ধর্ষ জ্বালাময়ী গরমের ঠেলায় বাইরে বেরোনো ভার। তবুও, ছুটি তো! আর ছুটি মানেই বেশ খানিকটা অবসর। সোশ্যাল মিডিয়ায় সমস্ত অবসরটা খরচ না করে চারপাশের প্রকৃতির নানান কার্যকলাপ লক্ষ্য করার মধ্যে যে আনন্দ সেইটা একটু উপভোগ করা যাক, অবশ্যই রোদের অসহ্য তাপ থেকে শরীরকে বাঁচিয়ে।
প্রিয় পাঠকবন্ধুরা, তোমাদের আহ্বান করছি ‘বিজ্ঞান’-এর দরবারে তোমাদের আশেপাশের প্রকৃতি থেকে নানা পর্যবেক্ষণ পাঠাতে। পাঠাতে পারো লেখা, ছবি, বা ভিডিও। তোমাদের পাঠানো লেখা, ছবি, ভিডিও থেকে সম্পাদকমন্ডলীর পছন্দের কয়েকটি নমুনা পুরস্কৃত হবে ও ‘বিজ্ঞান’-এর পাতায় ছাপা হবে। লেখা, ছবি, বা ভিডিও পাঠানোর আগে নিচে দেওয়া নিয়মগুলো একটু পড়ে নিও।
কী ধরণের লেখা, ছবি বা ভিডিও পাঠাতে হবে
এই প্রতিযোগিতার উদ্দেশ্য, তোমার চারিপাশের প্রকৃতিকে তুমি কতটা লক্ষ্য করেছো, সেইটা দেখা। তাই প্রতিযোগিতায় গণ্য হতে গেলে কয়েকটা নিয়ম মানতে হবে:
আগের পরিবেশ পর্যবেক্ষণ প্রতিযোগিতার ফলাফল জানতে এই পোস্টটা দেখো:
পরিবেশ পর্যবেক্ষণ: কিছু অসাধারণ নমুনা
পাঠানোর নিয়মাবলী
প্রতিযোগিতায় পাঠানোর কয়েকটা নিয়ম এখানে দেখে নিও:
ছবির সূত্র: https://www.freepik.com/
লেখাটি অনলাইন পড়তে হলে নিচের কোডটি স্ক্যান করো।
Scan the above code to read the post online.
Link: https://bigyan.org.in/nature-watch-contest-004