12-09-2024 22:46:31 pm
Link: https://bigyan.org.in/dhanda-2-abar-jobdo-tenida
সেদিন বিকেলে পটলডাঙার চাটুজ্যেদের রকে কেবল তিন মূর্তিই বসেছিল ! টেনিদা, প্যালা আর হাবুল। কিন্তু তিনজনের মেজাজেই বেশ ফূর্তি। কারণ আর কিছুই নয়, ক্যাবলার স্কলারশিপ পাওয়ার আনন্দে রাতে সবারই নেমন্তন্ন ছিল ক্যাবলাদের বাড়িতে আর তাই ক্যাবলার অনুপস্হিতি বুঝতে কারোরই অসুবিধা হয়নি।
বাজার-দোকান সবই ক্যাবলাকেই করতে হচ্ছে। টেনিদা যা ভোজন রসিক এবং ভোজন সক্ষম তাতে শুধু টেনিদার জন্যেই দশ জনের খাবারের আয়োজন করতে হয় ! যাই হোক না কেনো ক্যাবলার বাড়িতে আসন্ন রাতের মহাভোজের আনন্দেই টেনিদা উপস্হিত বাকি দু’জনের পকেট ফাঁকের মাধ্যমে দু’প্লেট পাঁঠার ঘুগনি, এক ঠোঙা ডালমুট ভাজা আর তিনটে কুল্ফি খেয়ে কিঞ্চিত নিরানন্দেরও সঞ্চারও করেছে। তিন নম্বর কুল্ফিটা শেষ করার সময় হাবুল টেনিদার হাতের শালপাতার দিকে এমন ভাবেই চেয়েছিল যে মনে হয় ওর প্রাণটাই বোধ হয় শেষ হয়ে এলো ! শালপাতা ফেলতে গিয়ে হঠাৎই টেনিদা চেঁচিয়ে উঠলো, “ ঐ, ঐ দেখ ক্যাবলা আমাদের জন্য মিষ্টি কিনে নিয়ে আসছে !” ক্যাবলা কাছে আসতেই টেনিদার প্রশ্ন, “ কি মিষ্টি আনলি রে ?” ক্যাবলার উত্তর, “ দশ হাঁড়ি রসোগোল্লা।” “ দশ হাঁড়ি রসোগোল্লা ?!!” বলে টেনিদা প্রায় নেচে উঠতে যাবে ঠিক তক্ষুনি ক্যাবলা বললো, “ টেনিদা আগের দিনের ধাঁধাঁটা খুব সহজ ছিল তাই তুমি পেরেছিলে। আজ তোমাকে যেটা দেবো সেটা একটু শক্ত, দেখোতো পারো কিনা।” টেনিদা বেশ গম্ভীর ভাবেই বললো, “ আর কোন শর্ত আছে নাকি ?” ক্যাবলার উত্তর, “ হ্যাঁ, পারলে এক কেজি চিনি পাতা দই, শুধুই তোমার জন্যে।” টেনিদা শুনতে চাইতেই ক্যাবলা বলে চললো, “ দেখো টেনিদা, এই দশটা হাঁড়ির প্রতিটায় দশটা করে রসোগোল্লা আছে। ন’টা হাঁড়ির প্রতিটা রসোগোল্লার ওজন ১০ গ্রাম, কিন্তু বাকি একটা হাঁড়ির প্রতিটা রসোগোল্লার ওজন ১১ গ্রাম। তোমাকে একটা আধুনিক ইলেক্ট্রনিক যন্ত্র দেওয়া হবে, যেটায় ১ গ্রাম থেকে ১০ কেজি ওজন নিখুঁত ভাবে মাপা যায়। তুমি তোমার ইচ্ছে মত সংখ্যক রসোগোল্লা একবারই ওই ওজন যন্ত্রে চাপাতে পারবে আর মাত্র একবারই তোমাকে ওজনের সুযোগ দেওয়া হবে, আর বলতে হবে কোন্ হাঁড়িতে ওই ১১ গ্রাম ওজনের রসোগোল্লা গুলো আছে।”
কি বন্ধুরা টেনিদাকে সাহায্য করবে নাকি ?
লেখাটি অনলাইন পড়তে হলে নিচের কোডটি স্ক্যান করো।
Scan the above code to read the post online.
Link: https://bigyan.org.in/dhanda-2-abar-jobdo-tenida