21-01-2025 10:06:36 am
Link: https://bigyan.org.in/covid-19-fact-check-truth
এই পডকাস্ট-এ আলোচিত হোয়াটস্যাপ ফরওয়ার্ডগুলোর পিছনে কতটা সত্যি রয়েছে, সবটাই জানা উচিত। তবে যদি কোনো একটা বিষয়ে আবার শুনতে চান, তাহলে কত সেকেন্ডে কোন ফরওয়ার্ড নিয়ে আলোচনা হচ্ছে, সেটা নিচে দিয়ে দেওয়া হলো।
১:১২ – “কোভিড-১৯ কোনোমতেই হাঁচি, কাশি, কফ, থুতু দিয়ে ছড়ায় না। এটা পোশাক, জুতো, ধাতু আসবাবপত্র এসব দিয়ে ছড়ায় না। রোগীর ব্যবহার করা কোনো জিনিসের স্পর্শে এই রোগ ছড়ায় না।”
৪:১৮ – “যারা বাইরে ঘুরছেন, তাদের তুলনায় যারা ঘরে থাকছেন, তাদের রোগ হয়েছে বহুগুণ বেশি। এমনকি ventilator-এর প্রয়োজন বা মৃত্যুও হয়েছে বহুগুণ বেশি।”
৭:০৫ – “মেয়েদের menstruation বা মাসিকের পাঁচদিন আগে বা পরে, যেহেতু শরীরের immunity কম, সেইসময় ভ্যাকসিন নেওয়া উচিত নয়।”
তথ্যসূত্র ও অন্যান্য টুকিটাকি
[১] হোয়াটস্যাপ ফরওয়ার্ড পেলে পাঠানোর আগে আপনার কি কর্তব্য, সেই নিয়ে বিজ্ঞান-এ প্রকাশিত এই লেখাটি পড়ুন।
[২] Aerosol and surface stability of HCoV-19 (SARS-CoV-2) compared to SARS-CoV-1. van Doremalen N, Bushmaker T, Morris DH, Holbrook MG, Gamble A, Williamson BN, Tamin A, Harcourt JL, Thornburg NJ, Gerber SI, Lloyd-Smith JO, de Wit E, Munster VJ. N Engl J Med. 2020 Mar 17. doi: 10.1056/NEJMc2004973. [Epub ahead of print]. PMID: 32182409.
[৩] Liu J, Liao X, Qian S, Yuan J, Wang F, Liu Y, et al. Community Transmission of Severe Acute Respiratory Syndrome Coronavirus 2, Shenzhen, China, 2020. Emerg Infect Dis. 2020;26:1320-3.
[৪] Stability of SARS-CoV-2 in different environmental conditions. https://doi.org/10.1016/ S2666-5247(20)30003-3
[৫] Ten scientific reasons in support of airborne transmission of SARS-CoV-2. https://doi.org/10.1016/S0140- 6736(21)00869-2 [৬] Immunology and the menstrual cycle. 10.1016/j.autrev.2011.11.023
লেখাটি অনলাইন পড়তে হলে নিচের কোডটি স্ক্যান করো।
Scan the above code to read the post online.
Link: https://bigyan.org.in/covid-19-fact-check-truth