জলবায়ু পরিবর্তনের সংকট কিন্তু বহুদূরের কথা নয়, একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। কীরকম দেখতে সেই সংকটের চেহারাটা, ছবিতে বোঝানো হয়েছে। যদি ক্লাইমেট চেঞ্জ (climate change) বা “জলবায়ু পরিবর্তন” শব্দবন্ধটা এখনো তোমার কাছে অপরিচিত ঠেকে, তাহলে চট করে পড়ে ফেলো।
সম্পূর্ণ চিত্রকাহিনী
ছবি গ্যালারি
উপরের চিত্রকাহিনীর ছবিগুলো আলাদা করে এখানে দেওয়া হলো।