প্রথমে বিগ ব্যাং, তারপর আস্তে আস্তে তৈরী হলো মহাশূন্যের একটা কাঠামো। যেখানে আছে গ্রহ-নক্ষত্র, গ্যালাক্সি, আমাদের পুচকে সৌরজগৎ। কীভাবে তৈরী হলো এগুলো? মহাবিশ্বের এই ইতিহাস আজকের দিনে বসে আমরা জানতে পারিই বা কীভাবে? সেই রহস্য ভেদ করতে আমরা বসলাম প্রফেসর সুচেতনা চ্যাটার্জির সাথে।
08 May 2023