‘বিজ্ঞান’-এ প্রকাশিত লেখাগুলোর মধ্যে থেকে বাছাই করা কিছু লেখার সংকলন ‘বিজ্ঞান পত্রিকা’। প্রতি তিনমাসে এই পত্রিকাটি অনলাইন পিডিএফ এবং ই-বুক ফরম্যাটে এখানে প্রকাশিত হবে। পিডিএফ ফরম্যাট-টি প্রিন্ট করতে সুবিধে হবে, এবং ই-বুক ফরম্যাট-টি সহজেই ফোন স্ক্রিন ইত্যাদিতে পড়া যাবে। ই-বুক ফরম্যাট-টি গুগল প্লে বুকস্ অ্যাপ-টিতে সবচেয়ে ভালো পড়া যাবে। যদি পড়তে কোনো অসুবিধে হয়, সেটিঙস-এ গিয়ে ফন্ট সাইজ এবং অ্যালাইনমেন্ট নিজের সুবিধা মত করে নিন।
আপনাকে ইমেইল শুধুমাত্র Bigyan.Org.In এর খবরাখবর পাঠানোর জন্য ব্যবহৃত হবে। আপনার তথ্য আমাদের কাছে সুরক্ষিত।