গোপালচন্দ্র ভট্টাচার্য সম্ভবত আধুনিক ভারতের প্রথম কীট সমাজবিদ্যার (insect ethology) পথিকৃৎ। ১৯৩৬ সালে তাঁর মেছো মাকড়সার ওপর কাজটি প্রকাশিত হয়েছিল American Museum of Natural History-এর মুখপত্রে এবং ১৯৫১ সালে তিনি আমন্ত্রিত হয়েছিলেন International Union for the Study of Social Insects-এর সম্মেলনে ভারতীয় প্রতিনিধি হিসেবে। তাঁর অনেক কাজের মধ্যে পিঁপড়ের লিঙ্গ নির্ধারণের পরীক্ষা এবং তার ভিতরে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যা নিঃসন্দেহে অন্যতম। বাংলা ভাষায় বিজ্ঞান প্রচারে গোপালচন্দ্র ভট্টাচার্য়ের রচনার অবদান অনস্বীকার্য।
গোপালচন্দ্র ভট্টাচার্যের এই অনলাইন সংকলনের জন্যে সম্মতি জানিয়ে এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন গোপালচন্দ্র ভট্টাচার্যের পুত্রবধূ শুভা ভট্টাচার্য, দৌহিত্রী মালা চক্রবর্ত্তী, গোপালচন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান প্রসার সমিতির সম্পাদক দীপক কুমার দাঁ এবং আকাশবাণী কলকাতার মানস প্রতিম দাস।
কৃতজ্ঞতা স্বীকার : দে’জ পাবলিশিং এবং বঙ্গীয় বিজ্ঞান পরিষদ।
আপনাকে ইমেইল শুধুমাত্র Bigyan.Org.In এর খবরাখবর পাঠানোর জন্য ব্যবহৃত হবে। আপনার তথ্য আমাদের কাছে সুরক্ষিত।