তানভীর বর্তমানে আইআইটি বোম্বে-র ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং থেকে solid-state device নিয়ে মাস্টার্স করছে। পদার্থবিদ্যা ছাড়া তানভীর নাটক পছন্দ করে এবং কলেজের ড্রামা ক্লাব এর সাথে যুক্ত। অবসর সময় ক্রিকেট , জিম,গানসোনা অথবা বন্ধুদের সাথে আজগুবি গল্প করতে ভালোবাসে।