ড: তনয় মাইতি কলকাতা মেডিক্যাল কলেজ থেকে পাশ করে বর্তমানে JIMS Hospital - Budge Budge-এ কাজ করছেন। এর আগে তিনি ভেল্লোরের খৃষ্টান মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রি (মনোচিকিৎসা) বিভাগে রেজিস্ট্রার পদে নিযুক্ত ছিলেন। মন এবং মানসিক স্বাস্থ্য, এই দুটি বিষয়ে চিন্তাভাবনা করতে তিনি খুবই আগ্রহী।