ড: শুভদীপ দে পুনে-র ইন্টার উনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স-এর অ্যাসোসিয়েট প্রফেসর। উনি প্রিসিশন এন্ড কোয়ান্টাম মেজারমেন্ট ল্যাবরেটরির (PQM-lab) সূচনা করেছেন যেখানে অপটিক্যাল অ্যাটমিক ক্লক ব্যবহার করে বিজ্ঞান আর মৌলিক গবেষণা হয়। এছাড়াও উনি ভারতীয় লেসার ইন্টারফেরোমিটার গ্রাভিটেশনাল-ওয়েভ অবজেরভেটরি (LIGO-India) তৈরির সাথেও যুক্ত আছেন।