সুপ্রিয় দত্ত ন্যাশনাল ইন্সটিটুট অফ টেকনোলোজি আগারতলার গণিত বিভাগের সহকারী অধ্যাপক। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে বিএসসি ম্যাথ অনার্স নিয়ে পড়াশুনা শুরু - তারপর দেশের বিভিন্ন আই আই টি তে মাস্টার ডিগ্রী, পিএচডি, পোস্টডক। গ্রাফ থিওরি আর কোয়ান্টাম ইনফরমেশান নিয়ে গবেষণা করেন। পড়া আর পড়ানোর বাইরে ইন্সটিটুটের বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত।