সুপ্রতীক পাল পেশায় জ্যোতির্বিজ্ঞানী। ভালবাসেন বেড়াতে, ছবি তুলতে, সাহিত্যচর্চা ও আবৃত্তি করতে, গান শুনতে, আর তার মাঝে একটু-আধটু গবেষণা করতে। শিক্ষা ও কর্মসূত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়, খড়গপুর আই.আই.টি, পুনে-র আয়ুকা, জার্মানি-র বন বিশ্ববিদ্যালয় ও ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিক্স-এ বেশ কিছু বছর কাটিয়ে আপাতত থিতু কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটে অ্যাসোসিয়েট প্রফেসর পদে। সাথে বেলুড় বিদ্যামন্দির-এর সাম্মানিক অধ্যাপক। দু'বার পেয়েছেন জার্মানির সম্মানজনক ফেলোশীপ আলেকজান্ডার ফন হুমবোল্ডট ফেলোশীপ। এছাড়াও পেয়েছেন বন বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রাক্তনী হিসাবে বিশেষ স্বীকৃতি, ইন্ডিয়ান ফিজিকাল সোসাইটির ইয়ং ফিজিসিস্ট পুরস্কার, ইন্ডিয়ান স্ট্যটিস্টিকাল ইনস্টিটিউটের প্ল্যাটিনাম জুবিলী ফেলোশীপ ইত্যাদি। তিনি যুক্ত কিছু আন্তর্জাতিক প্রজেক্টে, যার মধ্যে অন্যতম বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ ‘স্কোয়ার কিলোমিটার অ্যারে’-র পরিকল্পনা। এছাড়া কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড কনসোর্টিয়াম ‘সি.এম.বি.-ভারত’-এর প্রস্তাবনার সাথে জড়িত। কিন্তু স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানে আগ্রহ বাড়ানোর সুযোগ পেলেই চলে যান।