ড. সুভাষ চন্দ্র সামন্ত মেদিনীপুর কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স টিচারদের প্রাক্তন সাধারণ সম্পাদক। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে হাতেনাতে বিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শিক্ষার কলাকৌশল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সামনে তুলে ধরার সাথে বিজ্ঞান শিক্ষাদান পদ্ধতির উপরে অবিরত কাজ করে যাওয়ার নেশা তাঁর। তিনি দুবার ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে ও দুবার এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে ভারতীয় দলের নেতা-শিক্ষক হিসাবে দায়িত্ব সামলেছেন।