ড: সৌমেন কান্তি মান্না
(Saha Institute of Nuclear Physics)
- ড: সৌমেন কান্তি মান্না সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স-এ “বিয়োফিজিক্স অ্যান্ড স্ট্রাকচারাল জেনোমিক্স” বিভাগে অ্যাসোসিয়েট অধ্যাপক। উনি ২০০৮-এ টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ থেকে পিএইচডি করেন এবং পরবর্তীকালে আমেরিকা-র ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এ পোস্টডক্টরাল ফেলো ছিলেন। ওনার গবেষণার অনেক বিষয়ের মধ্যে রয়েছে পুষ্টি এবং শিশু স্বাস্থ্য, বিপাক-সংক্রান্ত রোগ এবং হোস্ট-মাইক্রোবায়োম আন্তঃক্রিয়া।