সোমনাথ বক্সী বর্তমানে হার্ভার্ড মেডিকেল স্কুলে সিস্টেমস বায়োলজি ডিপার্টমেন্টের পলসন ল্যাবের একজন পোস্টডক্টরাল গবেষক। গবেষণার বিষয় সিঙ্গল-মলিকিউল বায়োফিজিক্স। জীবাণুদের ভিতরকার খুঁটিনাটি নিয়ে তার কারবার।পারিপার্শ্বিকের সাথে খাপ খাওয়াতে ব্যাকটেরিয়া কোষ কিভাবে নিজেদের বদলায় , সেই নিয়ে ইদানীং সোমনাথ ঘাঁটাঘাঁটি করছে।টাইম-ল্যাপ্স ইমেজিং, সিঙ্গল-মলিকিউল কাউন্টিং, আর জেনেটিক্স ব্যবহার করে সে খুঁজছে এই প্রশ্নের উত্তর । এর আগে সোমনাথ রসায়ন বিজ্ঞানে আই.আই.টি., কানপুর থেকে এম.এস.সি. আর উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. করেছে। ২০১৩ সালে সোমনাথকে গ্র্যাজুয়েট ছাত্র হিসেবে অসাধারণ কৃতিত্বের জন্য কে. ভি. রেড্ডি পুরষ্কারে সম্মানিত করা হয়।