স্নেহাশিস দাশচক্রবর্ত্তী
(IIT, Patna)
- ড: স্নেহাশীষ দাশচক্রবর্ত্তী বর্তমানে আই. আই. টি. (পাটনা)-তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। উনি এস. এন. বোস সেন্টার ফর বেসিক সাইন্সেস, কলকাতা, থেকে ফিজিকাল কেমিস্ট্রি-তে পি. এইচ. ডি. এবং পরবর্তীকালে কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা করেছেন।