ডঃ সত্যেন দাস ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের প্রাক্তন বিজ্ঞানী। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর। তারপর সরাসরি ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রে যোগদান। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট। জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট – পরবর্তী গবেষনা। ডেলফ্ট বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত বিজ্ঞানী। ওনার গবেষনার মুখ্য বিষয় নিউক্লীয় বিক্রিয়া, বিদারন, বর্ণালি বিশ্লেষণ দ্বারা নিউক্লিয়াসের গঠন চর্চা; প্রযুক্তিগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বস্তু, ন্যানো বস্তু তৈরি এবং নিউক্লীয় প্রযুক্তি ব্যবহার করে তাদের গঠন নির্ণয়; কণা -ত্বরক যন্ত্রের সাহায্যে বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ তৈরি, রাসায়নিক পদ্ধতিতে তাদের পৃথকীকরণ এবং পরিশোধন । এছাড়া উনি গবেষণা পত্রের মূল্যায়ন কাজে জড়িত থাকেন।