শাশ্বতী ভট্টাচার্য
(University of Wisconsin–Madison)
- শাশ্বতী ভট্টাচার্য পেশায় জীব-বিজ্ঞানী। কাজ করেন ইউনিভার্সিটি অফ উইস্কন্সিন, ম্যাডিসনের ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স-এ। যাদবপুর ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি নিয়ে মাস্টার্স করে কলকাতার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিকাল বায়োলজিতে রিসার্চের কাজ শেষ করে যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি সংগ্রহ করেন। এরপর ফগার্টি ফেলো হিসাবে যোগ দেন আমেরিকার ন্যাশানাল ইন্সটিটিউট অফ হেলথ-এর ন্যাশানাল ক্যান্সার ইন্সটিটিউটে পোষ্টডক্টরাল কাজ করতে; একই সঙ্গে ফগার্টি ফেলো হওয়ার চুক্তি অনুসারে কিছু শিখতে ও শেখাতে। বাংলা-ভাষা চর্চাকে ওঁনার হবি বলা চলে। ওঁনার প্রচেষ্টা পরিছন্ন বাংলায় বক্তব্য প্রকাশ, বিষয় যাই হোক না কেন। তথাকথিত কঠিন বিজ্ঞানকে সহজ পাচ্য করে সবার কাছে পৌঁছে দেওয়া ওঁনার লেখক-জীবনের একটা বড়ো উদ্দেশ্য। লেখার সময় উনি যে মন্ত্র ব্যবহার করেন তা হলো— আমি নিজে যদি ভালো করে বুঝি তবেই আমি সহজ ভাবে বোঝাতে পারবো। ‘দেশ’ পত্রিকা কিম্বা ‘সানন্দা’ ছাড়াও আমেরিকার বিভিন্ন পত্র-পত্রিকাতেও ওঁনার লেখা প্রকাশিত হয়ে থাকে।