সারা সজ্জাদী CSIR-CCMB-তে Genomic Research on Complex diseases গবেষণা দল-এ পিএইচডি স্কলার। গর্ভাবস্থার আগে ও চলাকালীন একজন মায়ের পুষ্টি কীভাবে তার সন্তানের উপর প্রভাব ফেলে, এটা সারা-র গবেষণার বিষয়। বিশেষত, DNA Methylation নামে যে রাসায়নিক চিহ্ন থাকে DNA-তে, যেটা জিন-এর প্রকাশ নিয়ন্ত্রণ করতে পারে, সেটা নিয়ে সারা কাজ করে। বুঝতে চেষ্টা করে কীভাবে মায়ের পুষ্টি সন্তানের মধ্যে DNA methylation pattern-এ প্রভাব ফেলতে পারে এবং সেই সন্তানের মধ্যে cardiometabolic রোগের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। এছাড়াও, সারা গোয়া-তে তার ভাইয়ের সাথে একটা ছোট্ট কাফে-র মালিক, এবং অবসর সময়ে সেই কাফে চালাতে সাহায্য করে।