লেখক সমিত রায় চৌধুরী প্রাণীবিদ্যার ছাত্র। দীর্ঘদিন ধরে বিজ্ঞান বিষয়ক লেখালেখি করেছেন। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার তিনটি বই—বিপন্ন প্রাণী কচ্ছপ, পাখিদের ঘরগেরস্থালী ও সুদূর পিয়াসির অজানা কথা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রজাপতির বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন। কর্মজীবনের জন্য ঘুরতে হচ্ছে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে। মানব উন্নয়ন ও জৈব বৈচিত্রের সমৃদ্ধি, এই দুইয়ের সমন্বযের গড়া আধুনিক সভ্যতা লেখকের স্বপ্ন।