মহম্মদ সলেহিন
(University of California San Diego)
- মহম্মদ সলেহিন ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়া, স্যান দিয়েগো-তে স্টেম সেল, অক্সিন সিগনালিং-এ অ্যাবায়োটিক স্ট্রেস-এর ভূমিকা এবং CRISPR-Cas9-এর মাধ্যমে জিন এডিটিং নিয়ে গবেষণা করছেন। কিভাবে আমরা পরিবেশকে নিঃশেষ না করে আমাদের খাদ্যের প্রয়োজন মেটাতে পারি, এইসব গবেষণার সেটাই মূল উদ্দেশ্য।