সব্যসাচী বন্দোপাধ্যায় বর্তমানে AIIMS, New Delhi-তে একজন বিজ্ঞানী। বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাস ঘটিত ছোঁয়াচে রোগ এবং ক্যান্সারের ক্ষেত্রে প্রোটিন রেগুলেশন নিয়ে কাজ করাই তাঁর গবেষণার মূল বিষয়। এর আগে উনি Indian Association for the Cultivation of Science থেকে রসায়নে Ph.D. করেছেন। তারপর Temple University এবং University of Pennsylvania থেকে পোস্টডক্টরেট করেছেন।