প্রবীর পাল ভাবা পরমাণু অনুসন্ধান কেন্দ্র (মুম্বাই) থেকে অবসর প্রাপ্ত একজন রোবট বিষয়ক বিজ্ঞানী। এখন পুনায় থাকেন। পড়তে, লিখতে ও পড়াতে ভালবাসেন। দেশে বিদেশে ঘুরতে ভালবাসেন। রোবট বিষয়ে বিভিন্ন জাতীয় প্রকল্পের মূল্যায়ন ও পর্যালোচনার কাজেও জড়িত থাকেন। ওনার প্রাথমিক পড়াশুনো পদার্থবিদ্যা নিয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে, ও তারপর সায়েন্স কলেজে। এরপর কর্মজীবনে ধীরে ধীরে উনি কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও রোবটিক্সে আকৃষ্ট হন। ওনার গবেষণার বিষয়বস্তু ছিল মূলত বিভিন্ন পরিস্থিতিতে রোবটের গতিপথ পরিকল্পনা।