পার্থসারথি মুখোপাধ্যায়
(Narendrapur Ramkrishna Mission College)
- ডঃ পার্থসারথি মুখোপাধ্যায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয়ের গণিতের অধ্যাপক। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশুদ্ধ গণিত বিভাগ থেকে গণিতে গবেষণা করেছেন। রবার্ট কানিগেল প্রণীত রামানুজনের জীবনীর বঙ্গানুবাদ করেছেন, নাম ‘অন্তহীনের অন্তর্যামী’ (NBT and Ramanujan Math. Soc থেকে প্রকাশিত)। ২০০৯ সালে হাঙ্গারীর বুদাপেস্তে ‘আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস’ বিজ্ঞান সম্মেলনে ‘প্রাচীন ভারতবর্ষে শূন্যের ধারণা’ (Concept of zero in Indian antiquity) বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রিত হন তিনি।