পার্থসারথি মজুমদার থিওরেটিকাল ফিজিক্স বা তাত্ত্বিক পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করেন। বর্তমানে কলকাতার Indian Association for the Cultivation of Science (IACS)-এর সাম্মানিক অধ্যাপক। তার গবেষণার বিষয় কোয়ান্টাম গ্র্যাভিটি। দীর্ঘদিন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স আর ইনস্টিটিউট অফ ম্যাথেমেটিকাল সাইন্সেস, এই দুটি গবেষণা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। অধ্যাপনা করেছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে। তবে গবেষক ছাড়াও আমরা অনেকেই তাকে ভালোভাবে চিনি একজন উৎসাহী শিক্ষক হিসেবে। পড়ানোর অদম্য নেশা তার। হাই স্কুল থেকে পি.এইচ.ডি., যেকোনো স্তরের ছাত্রছাত্রীদের সাথে পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করতে উনি খুবই উৎসাহী। শুধু সরাসরি শিক্ষাদানই নয়, উনি এখন বিবেকদিশা বলে একটি ই-লার্নিং প্রচেষ্টার সাথেও যুক্ত।