নূপুর রায়চৌধুরী
(ইউনিভার্সিটি অফ মিশিগান)
- নূপুর রায়চৌধুরী-র জন্ম ও পড়াশুনো কলকাতায়। বোস ইনস্টিটিউট থেকে বায়োকেমিস্ট্রিতে ডক্টরেট করে প্রথমে পুরুলিয়ার নিস্তারিণী কলেজে ও পরে বিশ্বভারতী ইউনিভার্সিটির শিক্ষাভবনে উদ্ভিদবিদ্যা বিভাগে শিক্ষকতা করেছেন। 2003 সালে আমেরিকায় বায়োমেডিক্যাল সাইন্স-এ গবেষণা করার জন্য ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়া, লস এঞ্জেলেস-এ এসে যোগদান করেন। তারপর 2009 সালে ইউনিভার্সিটি অফ মিশিগানে চলে আসেন এবং দীর্ঘদিন সেখানেই গবেষণা করেছেন। বর্তমানে মিশিগানের একটা হাইস্কুলে শিক্ষকতা করেন। বাংলায় লেখালিখির নেশা। প্রথম বই ''সেরেঙ্গেটির চোরাশিকারি''-2024-এর বই মেলায় প্রকাশ পেয়েছে।