Night Science পডকাস্ট-টি দুই বিজ্ঞানী ইতাই ইয়ানাই (Itai Yanai) ও মার্টিন লার্চার (Martin Lercher) শুরু করেছিলেন। এই পডকাস্ট-এ বিভিন্ন বিখ্যাত বিজ্ঞানীর সাথে আলোচনায় তারা বুঝতে চেষ্টা করেন, কিভাবে সেই বিজ্ঞানীরা ভাবনাচিন্তা করেন এবং তাদের বিখ্যাত কাজগুলোর পিছনে কি ধরণের অনুপ্রেরণা কাজ করে।