কৌশিক দাস মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় (ইস্টার্ন শোর)-এ পদার্থবিদ্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। গবেষণার বিষয় তরল পদার্থের বলবিদ্যা (ফ্লুইড মেকানিক্স), হাইড্রোডাইনামিক স্টেবিলিটি, বায়ো সেন্সর, গ্রাফিনের ব্যবহারিক প্রয়োগ, ইত্যাদি। এছাড়াও শিক্ষা সংক্রান্ত গবেষণা নিয়ে ওনার প্রবল উৎসাহ। টি.এম.এস. নামে একটি শিক্ষামূলক সংস্থা উনি চালু করেছিলেন যাতে ছাত্রদের অল্প বয়েসেই রোবোটিক্স-এ হাতেখড়ি হয়। আই এ সি এস থেকে প্রফেসর জয়ন্ত ভট্টাচার্যের তত্বাবধানে পি এইচ ডি শেষ করে টরেন্টো ইউনিভার্সিটি, স্ট্র্যাথক্লাইড ও অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ইত্যাদি থেকে পোষ্ট ডক্টরেট করেন। বর্তমানে তিনি মহাকাশচারী হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন এবং শূন্য মহাকর্ষ (জিরো-G) প্যারাবোলিক বিমানের অভ্যন্তরে কিছু বৈজ্ঞানিক পরীক্ষাও সম্পন্ন করেছেন।