কিশোর রায় বর্তমানে ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের (Digital Empowerment Foundation, Delhi) প্রোগ্রাম বিভাগে পরামর্শক (Consultant)। লেখকের শিক্ষাগত যাত্রা শুরু হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে অনার্স সম্পন্ন করার মাধ্যমে। এরপর তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর (M.A.) ডিগ্রি অর্জন করেন। আইআইটি বোম্বে থেকে পরিকল্পনা ও উন্নয়ন (Planning & Development) বিষয়ে এমফিল করার পর লেখক সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি. থিসিস জমা দিয়েছেন যা পরিবেশ ও মানব উন্নয়নের সঙ্গে সম্পর্কিত।