ডঃ কাজী রাজীবুল ইসলাম কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর কোয়ান্টাম কম্প্যুটিং ও পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক। গবেষণার বিষয় – পরমশূন্য তাপমাত্রার কাছে পদার্থের অবস্থা এবং কোয়ান্টাম ইনফরমেশন। এর আগে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ও মেরীল্যান্ড বিশ্ববিদ্যালয়ে, এবং পোস্ট ডকটরাল গবেষণা করেছে এম.আই.টি-হার্ভার্ড সেন্টার ফর আল্ট্রাকোল্ড অ্যাটমস-এ। রাজীবুল https://bigyan.org.in (‘বিজ্ঞান’) এর সহ-প্রতিষ্ঠাতা।