ক্যাথেরিন ব্লানডেল অক্সফোর্ড ইউনিভার্সিটি-তে অ্যাস্ট্রোফিজিক্স-এর প্রফেসর। যে গ্লোবাল জেট ওয়াচ অব্জারভেটরি-র একটি অংশের কথা উনি এখানে বলছেন, সেই বিশাল কর্মকাণ্ডের উনি প্রতিষ্ঠাতা। ওনার গবেষণার বিষয় ছায়াপথের বিবর্তন ও জীবনচক্র, কৃষ্ণগহ্বরের চারিপাশে বস্তুর পুঁজিকরণ এবং আলোর কাছাকাছি গতিবেগে ধাবমান গ্যাসীয় জেট-এর চরিত্র। শুধু গবেষণা নয়, দূরদূরান্তে বিজ্ঞান শিক্ষা ছড়িয়ে দেওয়াতেও ওনার বিশেষ ঝোঁক। ভারত, চিলি, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া সর্বত্র উনি ঘুরেছেন এই ঝোঁকের বশে। অনেক পুরষ্কার ও স্বীকৃতিও পেয়েছেন, যার মধ্যে রয়াল সোসাইটি-র রোজালিন্ড ফ্র্যাংকলিন পুরষ্কার (২০১০) আর ইনস্টিটিউট অফ ফিজিক্স-এর ব্র্যাগ মেডেল অন্যতম।