জন বার্ডন স্যান্ডারসন হ্যালডেনকে কয়েকটি কথায় ব্যাখ্যা করা যায়না। উনি পেশায় ছিলেন জীবনবিজ্ঞানী বা বায়োলজিস্ট। বায়োলজিতে ওনার অনেক অবদান রয়েছে: যেমন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির তত্ত্ব, হেমোফিলিয়া বা কালার ব্লাইন্ডনেস-এর সময় ক্রোমোসোম-এ জিন-এর অবস্থান (জিন ম্যাপ), ম্যালেরিয়া সংক্রান্ত গবেষণা, ইন-ভিট্রো ফারটিলাইজেশান-এর মূল ধারণা, আরো অনেক কিছু। রাজনৈতিক মতাদর্শের অমিল হওয়ায় ইংল্যান্ড ছেড়ে উনি শেষ জীবনটা ভারতে কাটিয়েছিলেন। হ্যালডেনকে নিয়ে আরো জানতে এখানে দেখুন: https://bigyan.org.in/2015/06/07/the-wonder-that-is-haldane/ ।