অধ্যাপক জয়ন্ত ভট্টাচার্য কলকাতার Indian Association for the Cultivation of Science (IACS)-এর তাত্ত্বিক পদার্থবিদ্যার সাম্মানিক অধ্যাপক। এর আগে এলাহাবাদের হরিশচন্দ্র রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা ছিলেন। গবেষণার বিষয় স্ট্যাটিস্টিকাল মেকানিক্স, নন-লিনিয়ার ডাইনামিক্স, টারবুলেন্স ইত্যাদি। পড়াশোনা করেছেন কলকাতা প্রেসিডেন্সী কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মেরীল্যাণ্ড বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপনা করেছেন IIT কানপুর, IACS (কলকাতা) ও সত্যেন্দ্রনাথ বসু মৌল বিজ্ঞান কেন্দ্রে (SNBNCBS) ।