জয়ন্ত বিষ্ণু নারলিকার ভারতের এক খ্যাতনামা জ্যোতিঃপদার্থবিদ্যা গবেষক। কসমোলজি বা মহাবিশ্বতত্ত্বে ওনার কাজের জন্য উনি বিশেষভাবে পরিচিত। এছাড়াও বিজ্ঞানের প্রচার-এ ওনার অনেক অবদান রয়েছে: জনসাধারণের জন্য বিজ্ঞান, কল্পবিজ্ঞান, রেডিও, টিভি সব মিলিয়ে উনি আপ্রাণ চেষ্টা করেছেন বিজ্ঞানকে সকলের কাছে পৌঁছে দিতে। ওনার ওয়েবসাইট-এ এই দীর্ঘ প্রচেষ্টা-র এক ঝলক দেখতে পাবেন: http://www.iucaa.in/~jvn/।