গোপালচন্দ্র ভট্টাচার্য সম্ভবত আধুনিক ভারতের প্রথম কীট সমাজবিদ্যার (insect ethology) পথিকৃৎ। ১৯৩৬ সালে তাঁর মেছো মাকড়সার ওপর কাজটি প্রকাশিত হয়েছিল American Museum of Natural History-এর মুখপত্রে এবং ১৯৫১ সালে তিনি আমন্ত্রিত হয়েছিলেন International Union for the Study of Social Insects-এর সম্মেলনে ভারতীয় প্রতিনিধি হিসেবে। তাঁর অনেক কাজের মধ্যে পিঁপড়ের লিঙ্গ নির্ধারণের পরীক্ষা এবং তার ভিতরে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যা নিঃসন্দেহে অন্যতম। বাংলা ভাষায় বিজ্ঞান প্রচারে গোপালচন্দ্র ভট্টাচার্য়ের রচনার অবদান অনস্বীকার্য।