ডক্টর দেবপ্রসাদ দত্ত
(MS Medical Foundation)

- ডক্টর দেবপ্রসাদ দত্ত ব্যাঙ্গালোরে মজুমদার শ মেডিকেল ফাউন্ডেশনের (MSMF) অধীনে মজুমদার শ সেন্টার ফর ট্রান্সলেশনাল রিসার্চে (MSCTR) একজন রিসার্চ সায়েন্টিস্ট। তিনি ইন্টিগ্রেটেড রিসার্চ অন নিউরোসায়েন্স (IRoN) উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানে তিনি স্কান রিসার্চ ট্রাস্ট দ্বারা অর্থায়িত তিনটি প্রধান প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন: হার্ট অ্যাটাক ও স্ট্রোক পূর্বাভাস টুল প্রোগ্রাম, স্টেম সেল-বেসড নিউরোপ্যাথি ম্যানেজমেন্ট প্রোগ্রাম, এবং একটি ভাসকুলার কেস-কন্ট্রোল স্টাডি।