
ধ্রুবজ্যোতি চট্টপাধ্যায়
শ্রী ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় শিলিগুড়ির নর্থ বেঙ্গল সাইন্স সেন্টারে এডুকেশন অফিসার।
ধ্রুবজ্যোতি চট্টপাধ্যায়'s Latest Posts
আন্তর্জাতিক ডালশস্য বর্ষ ও এক ভারতীয় মহিলা বিজ্ঞানী

বিখ্যাত ভারতীয় বিজ্ঞানীদের উপর লেখা বইগুলোতে মূলত সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, বা সি ভি রামনের মত পুরুষ বিজ্ঞানীদের কথাই লেখা থাকে। মহিলা বিজ্ঞানীদের কথা এই সমস্ত বইগুলোতে লেখা হয় না বললেই চলে। আর লেখা হলেও তা হয় নিতান্তই দায়সারা ভাবে। অথচ সমাজ, পরিবার, এমনকি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সাথে রীতিমতো লড়াই করে এই সমস্ত মহিলা বিজ্ঞানীরা বহু গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন, যার সুফল ভোগ করছে আজকের প্রজন্ম। তাদের এই প্রচেষ্টা ও বিজ্ঞানের প্রতি অনিঃশেষ ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই লেখা। ধ্রুৱজ্যোতি চট্টোপাধ্যায় লিখছেন বিজ্ঞানী কমলা সোহনীর কথা।