দেবাশীষ ধর মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজ থেকে রসায়ন বিজ্ঞানে বি.এস.সি. করেছেন। ছোটবেলা থেকেই বিজ্ঞান-এর মডেল তৈরীর শখ। বর্তমানে দেবাশীষ দিঘা সায়েন্স সেন্টার-এ এডুকেশন অ্যাসিস্ট্যান্ট-এর পদে আছেন। দিঘা সায়েন্স সেন্টার ভারতীয় সংস্কৃতি মন্ত্রকের ‘ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউসিয়ামস’-এর অধীনে একটি মিউসিয়াম।